কুমিল্লায় ০৮কেজি গাঁজা ও ৫০বোতল স্কাপ সিরাপ সহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
👁️ মহানগর ডেস্ক ✒️
করোনা যুদ্ধের সাথে চলছে মাদকের বিরুদ্ধে অভিযান কুমিল্লায় ০৮কেজি গাঁজা ও ৫০বোতল স্কাপ সিরাপ সহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।কুমিল্লা জেলাকে মাদক মুক্ত করার জন্য পুলিশ সুপার, কুমিল্লা মহোদয় মাদকের বিরুদ্ধে যে প্রত্যয় ব্যক্ত করেছেন তারই ধারাবাহিকতায় পুলিশ সুপার। কুমিল্লা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ, বুড়িচং থানার নেতৃত্বে অদ্য ১৬/০৭/২০২১ খ্রিঃ এসআই/সুজয় কুমার মজুমদার, এসআই/মোহাম্মদ বাদল মিঞা, এসআই/আব্দুল জব্বার, এসআই/আব্দুল আজিজ, এএসআই/মোঃ আব্দুল্লাহ এএসআই/মোঃ মহসিন আলম, এএসআই/মোঃ শাহ জালাল মিয়া, এএসআই/মোঃ আরিফ হোসাইন সঙ্গীয় ফোর্সসহ বুড়িচং থানা এলাকায় পৃথক চারটি অভিযান পরিচালনা করে।বুড়িচং থানাধীন পূর্নমতি, গদানগর, পাল্টি রাজাপুর এলাকা হতে মাদক ব্যবসায়ী ১. মোঃ আফসার মৃধা (২৯), পিতা- মোঃ মুনছুর মৃধা, মাতা- মোসাঃ জরিনা আক্তার, গ্রাম- উত্তর চর পাচুরিয়া, থানা- গোয়ালন্দ, জেলা –রাজবাড়ী, ২। মোঃ আঃ শাহীন (৩৬), পিতা- মৃত আব্দুস সোবহান, গ্রাম- চড়ানল (জমাদ্দার বাড়ী), ৩. কাজী বাকিদুল হাছান (২২), পিতা- কাজী দুলাল মিয়া , মাতা- লিপি আক্তার, গ্রাম- পাঁচোড়া (কাজী বাড়ী) , ৪. সাইফুল (২৮), পিতা- মোঃ রমিজ মিয়া , মাতা- মিনুয়ারা বেগম, গ্রাম- চড়ানল(উত্তর পাড়া, ঈদগাহের সাথে ) , সর্ব থানা- বুড়িচং, জেলা -কুমিল্লা, ৫. মোঃ মজিবুর রহমান হোসেন (২৪), পিতা- খবি উল্লাহ , মাতা- মরিয়ম নেছা, গ্রাম- উত্তর তেতাভূমি (আনন্দপুর খবি উল্লাহ এর বাড়ী) , থানা- ব্রাহ্মনপাড়া, জেলা-কুমিল্লাগণকে(২+৪+৮)=০৮ কেজি গাঁজা ও ৫০ (পঞ্চাশ) বোতল স্কাপ সিরাপ সহ গ্রেফতার করা হয়।
এসংক্রান্তে বুড়িচং থানায় মাদক আইনে পৃথক চারটি নিয়মিত মামলা রুজু করতঃ আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।