টয়লেটের পাইপ কেটে মৃত নবজাতক উদ্ধার
👁️নিউজ ডেস্ক ✒️
নীলফামারী: নীলফামারী জেনারেল হাসপাতালের টয়লেটের পাইপ কেটে ছয় মাসের অপরিণত এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
হাসপাতালের মা ও শিশু ওয়ার্ডের নিচতলার পাইপ কেটে শুক্রবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ওই নবজাতকের মরদেহ বের করা হয়।
এর আগে টয়লেটে মৃত নবজাতক প্রসব করেন মা মিনি বেগম। মিনি বেগম ডিমলা উপজেলার ডিমলা ইউনিয়নের ঠুটারডাঙ্গা এলাকার মিনারুল ইসলামের স্ত্রী।
জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অমল রায় বলেন, মৃত অপরিণত নবজাতক জন্ম প্রসব করেন ওই প্রসূতি। টয়লেটে গেলে সেখানে সন্তান প্রসব করেন তিনি।
এসময় ওই নবজাতক পাইপের ভেতর পড়ে গেলে ফায়ার সার্ভিস কর্মীরা এসে উদ্ধার করেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নীলফামারীর স্টেশন অফিসার মিয়ারাজ উদ্দিন জানান, টয়লেটের পাইপ কেটে বাচ্চাটি বের করা হয়েছে।