অভিনেতা মোশারফ করিমসহ ৫জনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে ৫০কোটি টাকার মানহানী মামলা।
👁️মহানগর ডেস্ক ✒️
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি শরীফুল ইসলাম। তিনি বলেন, একটি নাটকে আইনজীবীদের নিয়ে কটাক্ষ করার কারণে সিআর কোর্টে মামলা হয়েছে।
অভিনেতা মোশাররফ করিমসহ চার ব্যক্তি ও এক প্রতিষ্ঠানের নামে ৫০ কোটি টাকার মানহানির মামলা হয়েছে কুমিল্লার একটি আদালতে।
মুখ্য বিচারিক হাকিম ৬ নম্বর আমলি আদালতে রোববার বেলা ৩টার দিকে এই মামলা করেন আইনজীবী রফিকুল ইসলাম হুছাইনি।
বিচারক চন্দন কান্তি নাথ মামলাটি গ্রহণ করে আগামী ১৮ আগস্ট তদন্ত শেষে রিপোর্ট জমা দিতে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।
মামলার অন্য বিবাদীরা হলেন অভিনেতা জামিল হোসেন, ফারুক আহমেদ, পরিচালক আদিবাসী মিজান ও বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষ।
মামলা সূত্রে জানা গেছে, ‘হাই প্রেশার টু’ নাটকে মোশাররফ করিম ও তার সহ-অভিনেতারা আইনজীবী ও তাদের পেশা নিয়ে কটাক্ষ করেছেন। তাই অভিনেতা মোশাররফ করিম, জামিল হোসাইন, ফারুক আহমেদ, আদিবাসী মিজান ও প্রচারমাধ্যম বৈশাখী টেলিভিশনকে বিবাদী করে ৫০ কোটি টাকার মানহানি মামলা করা হয়।
বাদী রফিকুল ইসলাম বলেন,‘হাই প্রেশার টু’ নাটকে মোশাররফ করিম ও তার সহ-অভিনেতারা ওকালতি পেশাকে কটাক্ষ করেছেন। এই নাটকটি বৈশাখী টিভির ইউটিউব চ্যানেলে ১ কোটি ৮ লাখের বেশি মানুষ দেখেছে। আমি বাদী হয়ে ৫০ কোটি টাকার মানহানি মামলা করেছি। বিচারক মামলাটি নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।’’
কুমিল্লা আইনজীবী সমিতির সভাপতি শরীফুল ইসলাম জানান, একটি নাটকে আইনজীবীদের নিয়ে কটাক্ষ করার কারণে সিআর কোর্টে মামলা হয়েছে।
মামলার বিষয়ে জানতে মোশাররফ করিমের মোবাইল ফোনে একাধিকবার কল দেয়া হলেও তিনি সাড়া দেননি।