২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শতাধিক ব্যক্তির শরীরে মডার্নার টিকা পুশ করলেন-মহিলা কাউন্সিলর

নিউজ ডেস্ক।।
এক সংরক্ষিত মহিলা কাউন্সিলর তার নিজের কার্যালয়ে ডেকে নিয়ে কমপক্ষে ১০০ জন মানুষের শরীরে কোভিড-১৯ প্রতিরোধী টিকা (ভ্যাকসিন) পুশ করেছেন।

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছেন। কাউন্সিলর নিজেও ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, তার আগে টিকা দেওয়ার অভিজ্ঞতা আছে।

আলোচিত ওই কাউন্সিলরের নাম নাদিয়া নাসরিন। কুমিল্লা সিটি করপোরেশনের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর তিনি।

সিটি করপোরেশন সূত্র জানায়, কুমিল্লা নগরীর ৬ নম্বর ওয়ার্ড হারুন স্কুল কেন্দ্রে ৯ আগস্ট ৬০০ ডোজের মধ্যে ৪৭৫ ডোজ টিকা দেয়া হয়।

কুমিল্লা গাংচর এলাকার হারুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী নিজ কার্যালয়ে গত ৯ আগস্ট তিনি এই কাণ্ড ঘটান। ওই দিন শতাধিক ব্যক্তির শরীরে মডার্নার টিকার প্রথম ডোজ পুশ করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি গত ৯ আগস্ট ঘটলেও বৃহস্পতিবার (১২ আগস্ট) ওই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এর পরই মূলত বিষয়টি নিয়ে জানাজানি হয় এবং এ নিয়ে এখন ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। এমনকি গত কয়েকদিনে বিষয়টি জানতে পারেনি স্বাস্থ্য বিভাগও।

বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হলে কাউন্সিলর নাদিয়া নাসরিনের কাছে ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ওই দিন (৯ আগস্ট) হারুন স্কুল টিকা কেন্দ্রে (হারুন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র) ঝামেলা হয় এবং এক পর্যায়ে টিকা দেওয়া বন্ধ হয়ে যায়। তখন তিনি কিছু টিকা তার অফিসে নিয়ে যান এবং নিজেই মানুষের শরীরে সেগুলো পুশ করেন।

কমপক্ষে ১০০ জনকে টিকা পুশ করার কথা স্বীকার করে নাদিয়া নাসরিন বলেন, অতীতে তার টিকা দেওয়ার প্রশিক্ষণ এবং তার সনদ আছে। সে কারণেই তিনি নিজেই টিকাগুলো পুশ করেছেন। তার দাবি, তিনি টিকা পুশ করলেও কারো কোনো সমস্যা হয়নি।

জানা যায়, ঘটনার দিন তার অনুসারীরা কেন্দ্রে বিশৃঙ্খলা করেন। এতে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এমনকি এক পর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। এক পর্যায়ে সিটি করপোরেশনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও পরিস্থিতি উত্তপ্ত হয়। বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পরে টিকা কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়।

পরে ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে আলাপ করে তিনি টিকাদান কেন্দ্র থেকে মর্ডানার ১০০ টিকা নিজের কার্যালয়ে নেন। সেই টিকা নিজেই তার দলীয় লোকজনের শরীরে পুশ করেন।

কুমিল্লা জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন এ বিষয়ে বলেন, কাউন্সিলরের কাজ তো টিকা প্রয়োগ করা না। কোনোভাবেই তিনি টিকা পুশ করতে পারেন না। আমিও বিষয়টা জানতাম না। গণমাধ্যম কর্মীদের কাছ থেকে আজকেই (বৃহস্পতিবার) প্রথম জানলাম। এ বিষয়ে সিটি করপোরেশনের কাছে আমরা জবাব চাইব।

আরো দেখুন
error: Content is protected !!