২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করছে উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগ।রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে বুধবার সকালে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এ সময় সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। এরপর দলীয় নেতা–কর্মীরা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

১৯৪৯ সালের আজকের এই দিনে অর্থাৎ ২৩ জুন পুরান ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে জন্ম নেয় আওয়ামী লীগ। ঐতিহাসিক এক প্রেক্ষাপটে জন্ম নেওয়া দলটি বিভিন্ন সময়ে বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক, রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে।

এ বছর ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের মধ্য দিয়ে ৭৩ বছরে পা রাখছে আওয়ামী লীগ। করোনা মহামারির কারণে গত বছরও দলটি প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে সীমিত পরিসরে এবং স্বাস্থ্যবিধি মেনে।

বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মতোই এদিন পালন করবে দলটি। তবে বিশ্বের এই মহাসংকট এবং দেশের করোনার উচ্চমাত্রায় জনগণের পাশে দাঁড়াতে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতা-কর্মীদের দিকনির্দেশনা দেবেন বলে জানিয়েছেন দলের শীর্ষ নেতারা। করোনার মধ্যে রাজনৈতিক তথা সাংগঠনিক কর্মকাণ্ড ঠিক রাখতে নির্দেশনা থাকবে দলীয় প্রধানের বক্তব্যে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ বেশ কিছু কর্মসূচি ঘোষণা করে। এর মধ্যে রয়েছে সকাল ৯টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বাংলাদেশ আওয়ামী লীগের এবং সকাল ১১টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে প্রতিনিধি দলের শ্রদ্ধার্ঘ্য অর্পণ। বিকেল ৪টায় ২৩ নম্বর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা। সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখবেন)।

আরো দেখুন
error: Content is protected !!