২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আয়ারল্যান্ডে শিশুদের টিকা কার্যক্রম শুরু

নিউজ ডেস্ক।।
আয়ারল্যান্ডে করোনা ভাইরাস (কোভিড-১৯) থেকে সুরক্ষা পেতে টিকা নেওয়ার জন্য ১২ থেকে ১৫ বছর বয়সী ৫০ হাজারের বেশি শিশু নিবন্ধন করেছে।

বৃহস্পতিবার এই বয়স-সীমার বাচ্চাদের ভ্যাকসিন নিবন্ধন কার্যক্রম শুরু হয় দেশটিতে। বিবিসি দ্য আইরিশ হেলথ সার্ভিস এক্সিকিউটিভের (এইচএসই) বরাত দিয়ে দেশটির সম্প্রচার মাধ্যম আরটিই জানায়, সকালের মধ্যেই ৪২ হাজারের বেশি শিশুর নিবন্ধন হয়ে যায় ভ্যাকসিনের জন্য। ফাইজার অথবা মডার্নার টিকা দেওয়া হবে অন্তত ২ লাখ ৮০ হাজার এই বয়সসীমার শিশুদের মধ্যে।

তবে শিশুদের টিকা দেওয়ার জন্য অভিভাবক বা বাবা-মার সম্মতি থাকতে হবে যখন তারা অনলাইন বা ভ্যাকসিন সেন্টারে নিবন্ধন করছে। নির্ধারিত ভ্যাক্সিনেশন সেন্টারে গিয়ে টিকা নিতে হবে তাদের। এইচএসই প্রধান নির্বাহী পল রেইড জানান, এটি খুবই উত্সাহব্যঞ্জক যে, সকালের মধ্যে ৪২ হাজারের বেশি শিশুর নিবন্ধন সম্পন্ন হয়েছে অনলাইনের মাধ্যমে।

তিনি আরো জানান, এটি সম্ভবত বড় বয়সসীমার গ্রুপ যাদের ভ্যাকসিন দেওয়া হবে। আয়ারল্যান্ডের দ্য ন্যাশনাল ইমিউনিসেশন অ্যাডভাইসরি কমিটি (এনআইএসি) গত জুলাই মাসে দেশব্যাপী ভ্যাকসিন কার্যক্রম সম্প্রসারণের অনুমোদন দেয়।

আরো দেখুন
error: Content is protected !!