[gtranslate]
১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা চান্দিনায় চুরি ও মাদক সেবনের অপরাধে ২ যুবকের কারাদন্ড

✒️ মহানগর ডেস্ক 🔴
কুমিল্লার চান্দিনায় চুরি ও মাদক সেবনের অপরাধে মোহাম্মদ আলী (২৩) ও মো. সুজন (২৫) নামের দুই যুবককে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৯ জুলাই) দুপুরে চান্দিনা পৌর এলাকার হারং গ্রাম থেকে পুলিশ তাদের আটক করার পর ওই কারাদন্ড প্রদান করেন।

এসময় মোহাম্মদ আলীকে ৬ মাস ও সুজনকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুন নাহার।

দন্ডপ্রাপ্ত মোহাম্মদ আলী হারং গ্রামের মৃত অহিদ মিয়ার ছেলে ও সুজন একই গ্রামের ফজলু মিয়ার ছেলে।

চান্দিনা থানা উপ-পরিদর্শক (এসআই) মো. নোমান হোসেন জানান, ওই দুই যুবক এলাকায় চুরি ও মাদক সেবন করে। শুক্রবার অভিযান চালিয়ে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পৃথক কারাদন্ড দেয়া হয়। বিকেলে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরো দেখুন
error: Content is protected !!