২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লা নগরীতে মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান

মহানগরনিউজ ডেস্ক।।
মহানগর কুমিল্লায় বেড়েছে মাদকসেবী, মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম। সম্প্রতি মাদক ব্যবসায়ে বাধা দেয়ায় মিথুন নামে এক সমাজকর্মীকে ছুরিকাঘাতে হত্যা করে মাদক ব্যবসায়ীরা।

এমন ঘটনায় নড়েচড়ে বসে কুমিল্লা জেলা পুলিশ। শুরু হয় অভিযান। তারই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত নগরীর বিভিন্ন স্পষ্টে চলে অভিযান।

অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর আহমেদ। নগরীর চর্থা, মুরাদপুর, চকবাজার, মোগলটুলী, কাপ্তানবাজার, ভাটপাড়া ও ছোটরা এলাকায় চলে অভিযান।

এ সময় সড়কের পাশে ও বিভিন্ন স্পটে অযথা আড্ডা দেয়া ও ঘুরাঘুরির সময় অন্তত ৩০ জন কিশোর ও তরুণকে জিজ্ঞাসাবাদ করা হয়। যেসব কিশোররা বাহিরে বের হওয়ার সদুত্তর দিতে পারেনি, পরে অভিভাবকদের ডেকে এনে জিজ্ঞাসাবাদ করে তাদের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

অভিযানে ছিলেন গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যজিৎ বড়ুয়াসহ গোয়েন্দা পুলিশের তিনটি টিম।

অভিযান শেষে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর আহমেদ বলেন, মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম রোধে পুলিশ অভিযান পরিচালনা করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের অভিযান অব্যহত থাকবে।

আরো দেখুন
error: Content is protected !!