কুমিল্লায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ ৭ বগি লাইনচ্যুত; বহু হতাহতের শঙ্কা
নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলওয়ে স্টেশনে মালবাহী ট্রেনের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়েছে।
এতে যাত্রীবাহী ট্রেনটির অন্তত সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। প্রায় ৪০ জনের মতো আহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনার পরপরই ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকেই হাসানপুর স্টেশনমাস্টারকে স্টেশনে দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয়রা।
নাঙ্গলকোট রেলস্টেশন মাস্টার জামাল হোসেন বলেন, খবর পেয়ে লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে যাচ্ছে। আমরা ঘটনার বিস্তারিত পরবর্তীতে জানাতে পারব।
লাকসাম রেলওয়ের ইনচার্জ জসিম উদ্দিন বলেন, সন্ধ্যার দিকে স্টেশনে থেমে থাকা চট্টগ্রামগামী মালবাহী ট্রেনটির সঙ্গে ঢাকামুখী যাত্রীবাহী সোনারবাংলা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লোডশেডিংয়ের কারণে হাসানপুর রেলস্টেশনের কম্পিউটার বন্ধ হয়ে যাওয়ায় এমন দুর্ঘটনা ঘটেছে।
ওই কর্মকর্তা জানান, দুর্ঘটনার পর থেকে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করে রেল চলাচল স্বাভাবিক করতে কয়েক ঘণ্টা লেগে যেতে পারে বলে জানান তিনি।