৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় বাড়ির উঠানে মায়ের সঙ্গে তিন মেছোবাঘ শাবক

নিজস্ব প্রতিবেদক।।
বাড়ির উঠানে ঘুরছে তিন মেছোবাঘের শাবক। সঙ্গে আছে তাদের মা। হিংস্র প্রজাতির বিরল এ বিড়ালের দেখা মিলে কুমিল্লার বরুড়ায়। 

মঙ্গলবার (৪ মার্চ) জেলার বরুড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নিশ্চিন্তপুর গ্রামের মোরা বাড়ির উঠান থেকে শাবকগুলো উদ্ধার করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা শাবকগুলোর মা স্থানীয়দের তাড়া খেয়ে পালিয়ে যায়।

স্থানীয় মোল্লা মোমরেজ বলেন, নিশ্চিন্তপুর গ্রামের মোল্লা বাড়ির বাসিন্দা কাজী আব্দুল হাশেম মাস্টারের বাড়িতে বিকালের দিকে তিনটি শাবক ও একটি বড় মেছোবাঘ আসে। তারা মোল্লা বাড়ির উঠানে ঘুরাঘুরি করছিল।

এ সময় স্থানীয়রা বড় মেছোবাঘটি দেখে ভয় পেয়ে যায়। পরে স্থানীয় ছেলেরা ধরতে গেলে বড় মেছোবাঘটি পালিয়ে যায়। কিন্তু শাবকগুলোকে আটক করে জনতা। বর্তমানে সেগুলো হাশেম মাস্টারের ঘরে খাচায় রাখা হয়েছে।

উপজেলা বন কর্মকর্তা কাজী মো. সাইফুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে আমাদের লোক পাঠিয়েছি। এগুলো উদ্ধার করে আনা হবে। পরে তা আমরা উপযুক্ত জায়গা দেখে তা অবমুক্ত করবো।

তিনি আরও বলেন, এগুলো বিড়ালেরই একটি জাত। এই ধরনের বিড়াল এখন দেখা যায় না। মূলত তারা গ্রামের জঙ্গল বা ঝোঁপে বসবাস করে। হাঁস, মুরগি ধরে খায়। তবে খাবারের সন্ধ্যানে মাঝে মাঝে তারা লোকালয়ে বেরিয়ে পড়ে। এগুলো কিছুটা হিংস্র প্রজাতির হয়।

আরো দেখুন
error: Content is protected !!