৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লার হোমনায় ছয় পা বিশিষ্ট বাছুরের জন্ম

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার হোমনা উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের জগনাথকান্দিতে আক্তার হোসেন নামে এক কৃষকের গাভি জন্ম দিয়েছে ছয় পা বিশিষ্ট একটি বাছুরের।

আজ বুধবার সকালে ওই বাছুরটির জন্ম হয়। জন্মের পর দেখা যায় বাছুরটির চারটি পা স্বাভাবিক থাকল পেটের কাছে অতিরিক্ত দুইটি পা রয়েছে।

এমন বাছুর জন্মের খবরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এক নজরে বাছুরটি দেখতে উৎসুক জনতা গরুর মালিকের বাড়িতে ভিড় করছে।

গরুর মালিক আক্তার হোসেন বলেন, গাভিটি ৬ পা বিশিষ্ট বাছুরের জন্ম দেয়। চারটি পা ঠিক জায়গায় থাকলেও পেটের কাছে দু’পা রয়েছে। এমন বিরল প্রকৃতির বাছুর জন্ম দেওয়ায় প্রথমে আতঙ্কিত হয়ে পড়ি।

পরে চিকিৎসক জানায়, ৬-পা হওয়াতে বাছুরের বেড়ে উঠতে কোন সমস্যা হবে না। আলহামদুলিল্লাহ বাছুরটি সুস্থ আছে। স্বাভাবিকভাবে চলাফেরা করছে।

এ ব্যাপারে উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, এমন ঘটনা খুবই বিরল। এটা সচরাচর ঘটেনা। তবে আশা করা যাচ্ছে ৬ পা হলেও বাছুরটির কোন সমস্যা হবে না। সুস্থ ও স্বাভাবিকভাবেই বেড়ে উঠতে পারবে।

আরো দেখুন
error: Content is protected !!