কুমিল্লায় করোনা শনাক্ত ১২৫ জনের। মৃত্যু ০২
✒️ মহানগর ডেস্ক
৩০জুন কুমিল্লা জেলায় নতুন করে আরও ১২৫জনের পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩০৫জন। আজকের রিপোর্টে দুইজন মৃত্যু দেখানো হয়েছে। যাহার ফলে মৃত্যুর সংখ্যা ৪৭৭জনে দাঁড়ালো।
গতকাল ৩০জুন বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মীর মোবারক হোসাইন। সিভিল সার্জন আরো জানান, গত ২৪ঘন্টায় নমুনা প্রেরণ: ৫২৮। সর্বমােট নমুনা প্রেরন: ৮৫,০৯৫। গত ২৪ঘন্টায় রিপোর্ট প্রাপ্তি: ৪৭৮। সর্বমােট রিপোর্ট প্রাপ্তি: ৮৩,৮৬০। গত ২৪ঘন্টায় শনাক্ত: ১২৫
সিটি- ৪৭ আদর্শ সদর- ০৪ৎসদর দক্ষিণ- ১০ বুড়িচং- ১৩ ব্রাহ্মণপাড়া- ০৭ চান্দিনা- ০২ চৌদ্দগ্রাম- ১৩ দেবিদ্বার- ০৪ লাকসাম- ০৪ লালমাই- ০৫ নাঙ্গলকোট- ০১ বরুড়া- ০৭ মনোহরগঞ্জ- ০৩ মুরাদনগর- ০৩ তিতাস- ০২সর্বমােট শনাক্ত: ১৪,৩০৫। গত ২৪ঘন্টায় শনাক্তের হার: ২৬.২%। গত ২৪ঘন্টায় সুস্থ: ৫০। সিটি- ২২ চান্দিনা- ০৩ দেবিদ্বার- ০২ বুড়িচং- ০৮ আদর্শ সদর- ১৫
সর্বমােট সুস্থ: ১১,৭৫০। গত ২৪ঘন্টায় মৃত: ০২। এর মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত: ০২। উপজেলা ও সিটি করপোরেশন ভিত্তিক মৃতের সংখ্যা: চৌদ্দগ্রাম- ০১ (মহিলা, ৯০ বছর) সিটি- ০১ (পুরুষ, ৪২ বছর)
সর্বমােট মৃত: ৪৭৭। বিদেশগামী যাত্রীদের নমুনা পরীক্ষা: আজকের রিপোর্ট প্রাপ্তি: ১৩৪। এদের মধ্যে নতুন সনাক্ত: ০৬