২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় করোনা শনাক্ত ৩৮ জনের। মৃত্যু ০১

কুমিল্লা প্রতিনিধি
গতকাল ১৯জুন কুমিল্লা জেলায় নতুন করে আরও ৩৮জনের পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ২৮০জন।আজকের রিপোর্টে একজন মৃত্যু দেখানো হয়েছে। যাহার ফলে মৃত্যুর সংখ্যা ৪৫৫জনে দাঁড়ালো।

গতকাল ১৯জুন বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মীর মোবারক হোসাইন। সিভিল সার্জন আরো জানান, গত ২৪ঘন্টায় নমুনা প্রেরণ: ১৯৫। সর্বমােট নমুনা প্রেরন: ৭৯,৭৮৯। গত ২৪ঘন্টায় রিপোর্ট প্রাপ্তি: ১৯২। সর্বমােট রিপোর্ট প্রাপ্তি: ৭৯,৪২৯।গত_২৪ঘন্টায়_শনাক্ত: ৩৮

সিটি- ১৬ আদর্শ সদর- ০১ বুড়িচং- ০৪ ব্রাহ্মণপাড়া- ০১ চান্দিনা- ০৩ দেবিদ্বার- ০২ লাকসাম- ০২ নাঙ্গলকোট- ০৪ বরুড়া- ০২ মনোহরগঞ্জ- ০১ মুরাদনগর- ০১ মেঘনা- ০১

সর্বমােট শনাক্ত: ১৩,২৮০। গত ২৪ঘন্টায় শনাক্তের হার: ১৯.৮%। গত ২৪ঘন্টায় সুস্থ: ৪০। সিটি- ৩৫। নাঙ্গলকোট- ০৫। সর্বমােট সুস্থ: ১১,১৯৫। গত ২৪ঘন্টায় মৃত: ০১

এর মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত: ০১। উপজেলা ও সিটি করপোরেশন ভিত্তিক মৃতের সংখ্যা: মনোহরগঞ্জ- ০১ (মহিলা,৪০ বছর) সর্বমােট মৃত: ৪৫৫। বিদেশগামী যাত্রীদের নমুনা পরীক্ষা: আজকের রিপোর্ট প্রাপ্তি: ১০১। এদের মধ্যে নতুন সনাক্ত: ০৩।

আরো দেখুন
error: Content is protected !!