২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় করোনা শনাক্ত১৪১ জনের। মৃত্যু ০২

✒️ মহানগর ডেস্ক
৩জুলাই কুমিল্লা জেলায় নতুন করে আরও ১৪১জনের পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮০৩জন। আজকের রিপোর্টে দুইজন মৃত্যু দেখানো হয়েছি। যাহার ফলে মৃত্যুর সংখ্যা ৪৮৬জনে দাঁড়ালো।

গতকাল ০৩জুলাই বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মীর মোবারক হোসাইন। সিভিল সার্জন আরো জানান, গত ২৪ঘন্টায় নমুনা প্রেরণ: ৪৬১।সর্বমােট নমুনা প্রেরন: ৮৬,২৯৫। গত ২৪ঘন্টায় রিপোর্ট প্রাপ্তি: ৩৭১। সর্বমােট রিপোর্ট_প্রাপ্তি: ৮৫,৩৩৬। গত ২৪ঘন্টায় শনাক্ত: ১৪১।

এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার সিটি- ৬৪ আদর্শ সদর- ১১ সদর দক্ষিণ- ০১ বুড়িচং- ১০ ব্রাহ্মণপাড়া- ০৩ চান্দিনা- ০৮ চৌদ্দগ্রাম- ১১ দেবিদ্বার- ০৭ দাউদকান্দি- ০১ লাকসাম- ০৮ লালমাই- ০৪ বরুড়া- ০৭ মনোহরগঞ্জ- ০২ মুরাদনগর- ০৪

সর্বমােট শনাক্ত: ১৪,৮০৩। গত ২৪ঘন্টায় শনাক্তের হার: ৩৮%। গত ২৪ঘন্টায় সুস্থ: ৪০। সিটি- ৪০। সর্বমােট সুস্থ: ১১,৮৮৫। গত ২৪ঘন্টায় মৃত: ০২। এর মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত: ০১।। উপজেলা ও সিটি করপোরেশন ভিত্তিক মৃতের সংখ্যা: সিটি- ০২ (মহিলা, ৪৫ বছর) (পুরুষ, ৬৪ বছর) সর্বমােট মৃত: ৪৮৬

বিদেশগামী যাত্রীদের নমুনা পরীক্ষা: আজকের রিপোর্ট প্রাপ্তি: ৯৬ এদের মধ্যে নতুন সনাক্ত: ০৭

আরো দেখুন
error: Content is protected !!