[gtranslate]
৪ঠা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

খাবার হোটেলে বসে ইয়াবা বেচাকেনা, মাদক কারবারি কারাগারে

👁️মহানগর ডেস্ক ✒️
কুমিল্লায় খাবার হোটেলে বসে ইয়াবা বিক্রির সময় এক হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

সদর উপজেলার সাতরা এলাকায় গাউছে পাক রেস্টুরেন্ট থেকে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিচারিক হাকিম তৃতীয় আদালতের বিচারক ফারহানা সুলতানা শনিবার সকালে তাকে কারাগারে পাঠান।

গ্রেপ্তার খলিল মিয়া কুমিল্লা আদর্শ সদর উপজেলার ধর্মপুর এলাকার বাসিন্দা। জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক পরিমল দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আদর্শ সদর উপজেলার সাতরা এলাকায় গাউছে পাক রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। এ সময় খাবার টেবিলে বসে ক্রেতার জন্য অপেক্ষামান খলিল পুলিশ দেখেই অস্বাভাবিক আচরণ করতে থাকে। পরে তার দেহ তল্লাশী করে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

খলিলকে গ্রেপ্তার করে রাতেই কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়।

তিনি আরও জানান, খলিল ১৩টি মাদক মামলার আসামি।

আরো দেখুন
error: Content is protected !!