২৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

জাপানে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা উ. কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক।।
দেড় হাজার কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম ক্রুজ মিসাইলের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। জাপানও ক্ষেপণাস্ত্রটির পাল্লার মধ্যেই আছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, কঠোর নিষেধাজ্ঞার মধ্যেও উত্তর কোরিয়া ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল। এতে বোঝা যাচ্ছে, খাদ্যের ঘাটতি ও অর্থনৈতিক সংকটে থাকা সত্ত্বেও দেশটি অস্ত্র তৈরি করতে সক্ষম।

যুক্তরাষ্ট্র এক প্রতিক্রিয়ায় জানিয়েছে, উত্তর কোরিয়া ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোতে ধারণা করা যাচ্ছে তারা সামরিক কর্মসূচিকে গুরুত্ব দেওয়া অব্যাহত রেখেছে। দেশটি এখনো তার প্রতিবেশী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য হুমকি।

ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে উত্তর কোরিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করেনি। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা না করার বিষয়ে দেশটির ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা রয়েছে। ক্রুজ ক্ষেপণাস্ত্রের চেয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে বড় হুমকি হিসেবে বিবেচনা করা হয়।

আরো দেখুন
error: Content is protected !!