৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পেরুকে হারিয়ে কোপার ফাইনালে ব্রাজিল, অপেক্ষা আর্জেন্টিনার!

স্পোর্টস ডেস্ক
শক্তি ও মুখোমুখি লড়াইয়ে এগিয়ে ছিল ব্রাজিল। সেমিফাইনালে মাঠের খেলায় সেটির দেখা গেলেও গোলের সংখ্যায় সেটি ছিল না। তুলনামূলক দুর্বল দল পেরুকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক ব্রাজিল। গ্রুপ (এ) পর্বে পেরুকে ৪ গোলে হারিয়েছিল নেইমাররা।মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হওয়া এ ম্যাচে ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ব্রাজিল। প্রতিপক্ষে ডি-বক্সে চারজনের মধ্য থেকে নেইমারের দুর্দান্ত পাস থেকে ৩৫তম মিনিটে গোলটি করেন লুকাস পাকুয়েতা।প্রথমার্ধে ৬৪ শতাংশ বল দখলে রেখে পেরুর গোল বারে ১০টি শট নিয়েছিল ব্রাজিল, যার মধ্যে ৭টিই টার্গেট শট ছিল। তবে গোলে পেয়েছে মাত্র একটি। শেষ পর্যন্ত সেটিই জয় সূচক গোলে পরিণত হয়েছে। অন্যদিকে, ৩৬ শতাংশ সময় বল পাওয়া পেরু মাত্র একটি শট নিতে পারলেও কোন টার্গেট শট ছিল না।

আরো দেখুন
error: Content is protected !!