মিয়াবাজার হাইওয়ে থানার উদ্যোগে মহাসড়কে থ্রি হুইলার বন্ধে সচেতনতা ব্যানার সাটানো কার্যক্রম
মনোয়ার হোসেন,
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নে সু-শৃঙ্খল ও সুরক্ষিত মহাসড়কের অঙ্গিকার নিয়ে ‘মহাসড়ক থ্রি হুইলারের জন্য নয়, এতে দূর্ঘটনা ও জীবনের ক্ষতি হয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবং থ্রি হুইলার চালক ও সাধারণ যাত্রীদের নিরুৎসাহিত করতে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজপি এর নির্দেশনায় কুমিল্লা জেলা পুলিশ সুপারের তত্ত্বাবধানে কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজার হাইওয়ে পুলিশের উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সংযোগ সড়কের মাথায় এবং জনবহুল ও গুরত্বপূর্ণ স্থানে বুধবার (২০ অক্টোবর) বিকালে সচেতনতামূলক ব্যানার লাগানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: আসাদুজ্জামান, সার্জেন্ট শহিদ উল্লাহ্, এসআই ইসহাক, এসআই কামরুজ্জামান প্রমুখ।