শিক্ষকের উপর বর্বোরচিত হামলা
ফারুক আজম
কুমিল্লা হোমনা উপজেলার দুলালপুর চন্দ্রমণি উচ্চ বিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের সিনিয়র শিক্ষক, রাজটিকা।
সন্ধ্যায় ৭.৩০ টার দিকে নিজ গ্রাম পাথালিয়াকান্দি থেকে প্বার্শবর্তী ঘনিয়ারচর যাবার পথে অতর্কিত হামলা করে রক্তাক্ত জখম করে শিক্ষক রাজটিকা ও তার দু মেয়ে পুনম ও অরন্যরাজ এবং স্ত্রী মনিরা আক্তার কে পাথালিয়াকান্দি গ্রামের শাহালম নকুল এর নেতৃত্বে।
বাবার উপর মেয়ের সামনে হামলা মেনে নিতে পারেনি মেয়ে,তাই বাধা দিতে গিয়ে দুই মেয়েকেই লাঞ্চিত ও রক্তাক্ত হয়ে হাসপাতালে ভর্তি ।
একজন মানুষ গড়ার কারিগর কে তাঁহার মেয়ের সামনে লাঞ্ছিত হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী এমন ন্যক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অভিযোগ দায়ের করা হয়েছে।