২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

অসমাপ্ত গল্প -আরেফিন শিমুল

অসমাপ্ত গল্প

-আরেফিন শিমুল

জীবনের চিরচেনা গল্পের এক অচেনা নায়ক তুমি…
গল্পের পাণ্ডুলিপিতে তুমি অদৃশ্য
তোমার কোন বক্তব্য নেই
কোথাও তোমার শুরু নেই, শেষও নেই…
তবুও তুমিই গল্পের নায়ক।

হলদে মেঘ হয়ে হেঁটে চলছ জীবনের করিডোর ধরে…
কখনো সূর্যের প্রখর রোদে
কখনো বোশেখের তাণ্ডবে
কিংবা জলের স্বচ্ছতায় তোমার ছায়া হাসে।

দূরের হাওয়ায় ভেসে বেড়ায় করুণ বাঁশির সুর…
একাকী ডাহুকীর ডাক,এক মরা গাঙের আর্তনাদ।
উন্মাদনা গ্রাস করে আমাকে
মুহূর্তে ছুটে যাই গল্পের বাইরে
দেখি এক জীবন্ত মহা প্রলয় দাঁড়িয়ে।

যখনই ছুঁতে যাই সে উধাও
নিত্য নিত্য উধাও হয়ে যাওয়াতেই তুমি…

গল্পের নিয়মে গল্প এগুচ্ছে
কোথাও জীবনের গান, কোথাও বা থেমে যাওয়ার আহ্বান।
ছুটছি আমি গল্পের অদেখা নায়কের পেছনে।

গল্প কথা বলে,
জন্ম থেকেই তুমি পথ চলছ গল্পের হাত ধরে…
একদিন পৌঁছে যাবে শেষ গন্তব্যে
সেখানেই তোমার দেখা পাবো।

অতঃপর অপেক্ষায় আছি এক অসমাপ্ত গল্পের বিষণ্ণ ভোরের।

আরো দেখুন
error: Content is protected !!