২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হাতটা বাড়াই – জুবায়ের জুবিলী

হাতটা বাড়াই
=========
জুবায়ের জুবিলী

আমি দেখতে পাচ্ছি কিছু মানুষ-
খুব কষ্টে দিন কাটাচ্ছে এখন,
লকডাউনে আজ দিশেহারা তারা,
রোজগার বিহীন কাটছে কঠিন সময়,
অনাহার অর্ধাহারে যাচ্ছে…প্রতিটি দিন,
হ্যাঁ…আমি মধ্যবিত্তের কথা বলছি।

আজ তারা সুন্দর জীবনের কথা ভুলে গেছে,
দুবেলা দুমুঠো ভাতের কথা ভুলে গেছে
মাছ-সব্জী খেতে কেমন তাও ভুলে গেছে,
মাংসের কথা না হয় বাদই দিলাম-
ডালের স্বাদটাও তারা ভুলে গেছে,
কিভাবে রান্না করতে হয়-
সেটাও তারা ভুলে গেছে,
হাঁড়ি উঠেনা চুলোয়…কতটাদিন।

শুধু একটি কথাই শুনছে প্রতিবার,
ঘরে থাকো নিরাপদে থাকো,
সাবান পানিতে হাত ধোও বারবার,
সামাজিক দুরত্ব বজায় রাখো…
করোনা থেকে বাঁচো,
অথচ কেউ মুখটি খুলে বলছেনা একবার-
কি খেয়ে বাঁচবে তারা?
কেমন করে চলবে তাদের সংসার?
কিভাবে করবে দিনযাপন?
কোথা থেকে আসবে নিত্যদিনের খাবার?

তাদের পকেটের টাকা ফুরিয়েছে বহু আগে,
নিত্যপণ্য কিনবে কি দিয়ে?
অন্তরটা পোড়ে যায় ভীষণ দহন জ্বালায়,
পরিবারকে ম্যানেজ করতে হিমসিম খায়,
“প্লিজ কষ্ট করে চলনা আর ক’টা দিন
বাইরে বেড়োতে নিষেধ করেছে সরকার
জীবনের মূল্য ক্ষুধার চেয়েও কি বেশী?
আইন অমান্যের আছে কি’বা দরকার? ”
তারপর সংসারের কাজে ব্যাস্ত হয়ে যায়,
সদর দরজাটা বার বার করে চেক,
নিজেই নিজের চুল ছিঁড়ে,
অনাগত চিন্তায় মাথাটা হয় যায় ক্রেক।

হ্যাঁ আমি মধ্যবিত্তের কথাই বলছি,
তারা আপনার কাছে-
হাত পাততে আসবেনা কোনদিন,
বুঝতে দেবেনা আছে অভুক্ত তারা-
পরিবার নিয়ে বিগত বেশ ক’দিন,
আর লাইনে দাড়িয়ে খাদ্য সংগ্রহ-
সেতো প্রশ্নই আসেনা,
না খেয়ে মরে যেতে রাজি-
তবু আত্মসম্মান বিক্রি করবেনা,
একটি সম্প্রদায় এভাবে হয়ে যাচ্ছে নিঃশেষ?
আমরা কি এখনো নিশ্চুপ রবো?
মানুষ মানুষের জন্য…
আসুন না এগিয়ে হে বিবেকবান
বিলিয়ে দেই তাদের তরে ভালোবাসা অফুরান,
যার যা আছে তা নিয়ে পাশে দাঁড়াই,
নিভৃতে মানবিক হাতটা বাড়াই।

আরো দেখুন
error: Content is protected !!