২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আমার চোখে দেখা প্রিয় বন্ধু কুমিল্লার কৃতি সন্তান মোহাম্মাদ গোলাম সারওয়ার মনি’র ঈদ উদযাপন

সৈয়দ বদরুদ্দোজা টিপু
কুমিল্লা হাই স্কুলের প্রাক্তন সফল প্রধান শিক্ষক ও ঝাউতলা জামে মসজিদের প্রাক্তন সভাপতি জনাব আলী আকবর স্যার। উনার চার ছেলে এক মেয়ে। তার মধ্যে মোহাম্মাদ গোলাম সারওয়ার মনি তৃতীয়। ১৯৮৫ সালে কুমিল্লা জিলা স্কুল হইতে মানবিক বিভাগে কৃতিত্বের সাথে ১ম বিভাগে এস,এস,সি পাশ করেন। ১৯৮৭ সালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজ হইতে মানবিক বিভাগে ১ম বিভাগে কৃতিত্বের সাথে এইচ,এস,সি পাশ করেন। তারপর ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরিক্ষায় ‘খ’ ইউনিট এ মেধা তালিকায় স্থান পেয়ে আইন বিভাগে ১৯৮৭-৮৮ সেশনে ভর্তি হন। আইন বিভাগ থেকে সম্মানের সাথে এল এল,বি সম্মান এবং এল এল,এম পাশ করেন। বর্তমানে আইনজীবি হিসাবে হাইকোর্ট এ আইন পেশায় নিয়োজিত আছেন।চেম্বার ও বাসা পুরানা পল্টনে। এক ছেলে এক মেয়ের জনক। ছেলে আহনাফ ও মেয়ে আলভিনা। উনার স্ত্রীও অনার্স মাস্টার্স পাশ। সবসময় নারীর টানে ঈদ করেন পৈএিক নিবাস ঝাউতলা কুমিল্লায় কিন্তু করোনার কারনে এবার ঈদ করেন ঢাকায়। বাপ বেটা দুজনে এবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জামাতে ঈদের নামাজ আদায় করেন।আর এক ভাই ঢাকা ইউনিভার্সিটি থেকে মার্কেটিং বিভাগে বিবিএ, এমবিএ করেন। বর্তমানে মনোহরদী নরসিংদী জেলা, মনোহরদী সরকারী কলেজের প্রিন্সিপাল । তিনিও ঢাকায় বসবাস করেন। বড়ভাই জাপান প্রবাসী। বর্তমানে দেশেই বসবাস করেন। ছোট ভাই কুমিল্লাতেই থাকে। একমাএ বোন ও বোনজামাই পরিবারসহ লন্ডন প্রবাসী।বাবা ২০১২ সালে পরলোকগমন করেন। আল্লাহ উনাকে জান্নাতবাসি করুন আমিন। তিনি স্ত্রী ছেলে মেয়ে এবং মাকে নিয়ে ঢাকায় বসবাস করেন এবং সেখানেই ঈদ উদযাপন করেন।ঈদুল ফিতরের নামাজ জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এ ৫টি জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৭:০০, ৮:০০,৯:০০,১০:০০ এবং ১০:৪৫ এ যথানিয়ম এ সামাজিক দূরত্ব বজায় রেখে জাতীয় এই মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এইবার সিদ্ধান্ত হয় করোনার কারনে ঈদগাহ এর পরিবর্তে মসজিদে নামাজ আদায় করার। দেশের জাতীয় এই মসজিদে বিশেষ মোনাজাত করা হয় মহান রাব্বুল আলামিনের দরবারে। যেন এই মহামারী করোনা ভাইরাস হতে মানবজাতিকে মুক্তি দান করেন আবার করোনা মুক্ত পৃথিবীতে মানবজাতি স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এর জামাতে ঈদের জামাতে তারা বাপ বেটা নামাজ আদায় করতে পেরে মহান আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া জানান।

তিনি মা বাবার জন্য সকলের নিকট দোয়াপ্রার্থী।

আরো দেখুন
error: Content is protected !!