৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ওজনে কম, বেশি দাম রাখায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক।।
পরিমাপে কম দেওয়া, মেয়াদ উর্ত্তীন পন্য রাখা ও দাম বেশি রাখার অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল রোববার কুমিল্লার আদর্শ সদরের কবিরাজ বাজার এবং বুড়িচং উপজেলার ফকির বাজার এলাকার নিত্যপণ্য ও সারের দোকানে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।

এ সময় পরিমাপে কম দেওয়ায় মেসার্স ওয়ান টু নাইনটি নাইন সপকে ৫ হাজার টাকা, অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি এবং মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করায় মেসার্স মোল্লা স্টোরকে ১৫ হাজার টাকা এবং মূল্য তালিকা সংরক্ষণ না করা ও বেশি দামে তেল বিক্রি করায় মেসার্স আবুল হোসেন স্টোরকে ৫ হাজার টাকাসহ মোট তিন প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম বলেন, অভিযানে সকলকে ভোক্তা অধিকার আইন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।

এছাড়াও সারসহ নিত্যপণ্যের অন্যান্য দোকানও তদারকি করা হয়। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

আরো দেখুন
error: Content is protected !!