২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আগুনে অগ্নিদগ্ধ হয়ে কুমিল্লা মডেল কলেজের শিক্ষিকার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি।।
টানা চারদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুকেই বরণ করে নিলেন কুমিল্লায় অগ্নিদগ্ধ কলেজ শিক্ষিকা তাহমিনা আক্তার মুনা।

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় মৃত্যুর কাছে হার মানলেন মুনা।

আহতাবস্থায় একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার স্বামী কুমিল্লার আবৃত্তিশিল্পী সুমন সালাউদ্দিন। নিহত তাহমিনা আক্তার মুনা কুমিল্লা মডেল কলেজ এর বাংলা বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।

তার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে গভীর সমবেদনা জ্ঞাপন করছে আত্মীয়-স্বজন ও শুভাকাক্সিক্ষরা।

জানা যায়, কুমিল্লার চান্দিনা উপজেলার হারং গ্রামের বাসিন্দা জেলার সাংস্কৃতিক কর্মী ও বিশিষ্ট্য আবৃত্তিশিল্পী সুমন সালাউদ্দিন পরিবার নিয়ে কুমিল্লা মহানগরীর ঝাউতলা এলাকার ভাড়ায় বসবাস করতেন।

বুধবার (৩১ আগস্ট) রাতে বাসার রান্না ঘরে অসাবধানতা বসত অগ্নিদগ্ধ হয় মুনা। স্ত্রীর চিৎকারে ছুটে যান স্বামী। স্ত্রীকে বাঁচাতে গিয়ে দুই হাত পুড়ে যায় সুমনের।

আহতাবস্থায় তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে রাজধানীর শেখ হাসিনা বার্ণ ইউনিটে চিকিৎসা দেওয়া হয়। রবিবার সন্ধ্যায় সে মৃত্যু বরণ করে। মুনা আড়াই বছরের এক কন্যা সন্তানের জননী।

আরো দেখুন
error: Content is protected !!