১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কক্সবাজারে তারাবির নামাজ শেষে ইমামের মৃত্যু

নিউজ ডেস্ক।।
মহেশখালীতে তারাবির নামাজ শেষে ইমামের মৃত্যুর ঘটনা হয়েছে। নিহত ওই ইমামের নাম হাফেজ মাওলানা নূর মোহাম্মদ (৪৫)।

তিনি উপজেলার হোয়ানক ইউনিয়নের জামাল পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও ইসলামিয়া হাফেজিয়া এতিমখানার শিক্ষক।

জানা যায়, বুধবার (২০ মার্চ) উপজেলার হোয়ানকের জামাল পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের তারাবির নামাজ শেষে রাত সাড়ে ১০টায় আকস্মিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ইমাম মাওলানা নূর মোহাম্মদ। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পশ্চিম কলাউজান ইউনিয়নের বলি পাড়া গ্রামের মরহুম হাজী আব্দুল গফুরের ছেলে।

রাত সাড়ে ১২টায় তার কর্মস্থল জামাল পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম নামাজে জানাজা শেষে তার মরদেহ লোহাগাড়ায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে বৃহস্পতিবার সকালে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

এদিকে ইমামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় শতশত মুসল্লি তাকে দেখতে আসনে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আরো দেখুন
error: Content is protected !!