১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কবি: মারুফ বিল্লাহ’র -“এক গুচ্ছ প্রেম”

এক গুচ্ছ প্রেম…

কবি: মারুফ বিল্লাহ

এক কষ্টি পাথর, লোহা হার মানে
একের পর এক কড়াঘাত, তবুও না নড়ে
খেলাধুলা মন কাননে নেই কোনো শব্দ
হৃদয়ে নেই প্রেমের কোনো কুঞ্জন,
বাশুরি যদি বাজায় বাশি, সে পালায়
গানের সুর‍ে মোহিত হয়না তার মন।

হাজারো ফুল যদি দাও তার প্রাতে
প্রীতম সম্মানে হাতে নিয়ে ছুঁড়ে মারবে
ভালবাসার নাম নিলে যায় সে রেগে
কেনো এমন করে, অনেকের কল্পনা জাগে
প্রায়ই বিকালবেলা পুকুর ঘাটে একেলা
নির্জনে নিস্তব্ধে কি যেনো বসে ভাবে?

উতলা মনে দু তালা বাড়ি বানিয়ে
কেউ বসে বসে সাত রঙ সাজিয়েছে
তবুও পায়নি তাহার মন, এক কষ্টিপাথর
হৃদয়ের দরজায় অবরূদ্ধ তালা
সে খুলবে না অতি সহজেই,
কত ফুল এসেছিল জীবনে প্রতি ধাপে
ফুল তো ঠিকে না, সহজে ঝড়ে পড়ে।

হুট করে এক অবেলা সন্ধ্যার লগ্নে
অধরে আকাশ থেকে বৃষ্টি ঝড়ছিল
বৃষ্টির শব্দে কষ্টি পাথরের মন নড়ে
বুকে জমে থাকা সকল কথা ব্যথা
আকাশপানে চাহিয়া, বলতে লাগিল
চোঁখে জল, বুকে এক অসহ্য ব্যথা নিয়ে।

হে পৃথিবী, আমি নই কোনো পণ্য
সহজে বানিয়ে দাও ভোগের পাত্র
যে ইচ্ছে সেই তার মনে বাসা বাঁধে
ফুল হয়ে আসতে চায় অতি কাছে
ফুল সে তো বেশিদিন ঠিকে না জীবনে
ঝড়ে পা পৃষ্টিত হয়ে পড়ে সহজেই
এক গুচ্ছ প্রেমের মর্মার্থ অনেক
বুঝেনা, তবুও প্রেমে পড়ে যায়।

আরো দেখুন
error: Content is protected !!