৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় ইয়াবা ও ফেন্সিডিলসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা ও ফেন্সিডিলসহ মোঃ বাহার উদ্দিন (৩১) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে ১৩ হাজার ২৮০ পিস ইয়াবা ও ৪৮৭ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

আটককৃত যুবক লাকসাম উপজেলার পৈশাগী গ্রামের মোঃ জালাল উদ্দিনের ছেলে।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত প্রাইভেট কারের ভিতরে করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ও ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

আরো দেখুন
error: Content is protected !!