৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় গাঁজা, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিনিধি।।
পৃথক দুইটি অভিযানে র‍্যাব-১১, সিপিসি-২ কর্তৃক কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানা এলাকা হতে ১১ কেজি গাঁজা এবং ৪,৪৯০ পিস ইয়াবাসহ ০২জন মাদক কারবারি গ্রেফতার।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ৩০ জুন ২০২২ইং তারিখ বিকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আলেখারচর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে ১১ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বিশ্বনাথপুর, ০৯নং ওয়ার্ড এর মোহাম্মদ আলাউদ্দীন এর ছেলে মোঃ শহিদুল ইসলাম(১৯)।

পৃথক অন্য আরেকটি আভিযানিক দল ৩০ জুন ২০২২ইং তারিখ সন্ধায় কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার কুমার পুস্কুরনী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে ৪,৪৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো কুমিল্লা জেলার বরুড়া থানার শরাফতি গ্রামের মৃত মোবারক হুসাইন এর ছেলে মোঃ ইমাম উদ্দিন শ্রাবণ(২৫)।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা এবং ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো দেখুন
error: Content is protected !!