৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লা চান্দিনায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত আটক

নিজস্ব প্রতিনিধি
কুমিল্লার চান্দিনায় বড় গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে ৬ সদস্যকে আটক করেছে চান্দিনা থানা পুলিশ।

আটককৃত ডাকাত দলের সদস্যরা হলেন- মুরাদনগর উপজেলার জসিম উদ্দিনের ছেলে আরিফ(২১),একই উপজেলার নায়েব আলীর ছেলে সামির(২৪),দেবিদ্বার উপজেলার মৃত ফিরোজ সওদাগরের ছেলে আবুল(৩০), কচুয়া উপজেলার মৃত আবু তাহেরের ছেলে পারভেজ(২২), একই উপজেলার মৃত পাপন মিয়ার ছেলে সুমন (২০), চট্টগ্রামের বাকলিয়া উপজেলার আক্কাস আলীর ছেলে জসিম(২৬)।

এসময় তাদের কাছ থেকে ১টি লোহার কার্টার,১টি সুইচ গিয়ার,১টি রামদা,২টি ছোরা,২টি রড,১টি কুড়াল উদ্ধার করা হয়।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ(ওসি) শামসুদ্দিন ইলিয়াস আটকের বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, বুধবার রাতে চান্দিনা থানাধীন বড় গোবিন্দপুর রাস্তার মাথায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামিদের বরাত দিয়ে তিনি জানান, আটকরা আন্তজেলা ডাকাত দলের সদস্য। বিভিন্ন নির্জনস্থানে তারা পথচারীদের ঘিরে ধরে আশেপাশের কেউ বুঝে ওঠার আগেই অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক মানিব্যাগ, টাকা-পয়সা, স্বর্ণালংকার,মোবাইল হ্যান্ডসেট, ল্যাপটপসহ নানা মূল্যবান সামগ্রী ছিনতাই করে আসছিল।

আটক আসামিদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে বলেও জানান তিনি

আরো দেখুন
error: Content is protected !!