৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় যুবলীগ নেতা হত্যায় ৯ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার চৌদ্দগ্রামে যুবলীগ নেতা জামাল উদ্দিন ওরফে বাক্কা জামালকে গুলি ও ছুরিকাঘাতে হত্যার দায়ে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন বাচ্চুসহ ৯ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

একইসঙ্গে ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় পাঁচজনকে বেকসুর খালাস দিয়েছেন বিচারক।

রোববার (১২ মে) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি জাহিরুল ইসলাম সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো দেখুন
error: Content is protected !!