[gtranslate]
১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় ১শ টাকার জন্য বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় মাত্র ১০০ টাকা লেনদেন নিয়ে দ্বন্দ্বের জের ধরে এক বন্ধুর ছুরিকাঘাতে অপর বন্ধু খুন হয়েছেন।

বুধবার (১০ মে) সকালে উপজেলার বেলতলী বাজার সংলগ্ন এস কে পেট্রোল পাম্পে এই ঘটনা ঘটে।

নিহত মারুফ (১৭) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের হাড়াতলী ঘোষগাঁও গ্রামের মৃত হাফিজের ছেলে।

অভিযুক্ত রাব্বি বেলতলী বাজার সংলগ্ন কৃষ্ণপুর গ্রামের শাহজানের ছেলে। রাব্বি ঘটনার পর দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। রাব্বি এবং মারুফ দুজনেরই পাম্পের কর্মচারী বলে জানা গেছে।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবাশীষ চৌধুরী জানান, মাত্র ১০০ টাকা লেনদেন নিয়ে পাম্পের দুই কর্মচারীর মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর রাব্বি রাগের মাথায় একটি ছুরি এনে মারুফকে কয়েকটি আঘাত করে। এতে মারুফের মৃত্যু হয়।

তিনি বলেন, মারুফের মরদেহ ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনার পর থেকে রাব্বি পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

আরো দেখুন
error: Content is protected !!