[gtranslate]
৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লার চৌদ্দগ্রামে ২৪ কেজি গাঁজাসহ র‌্যাবের হাতে আটক যুবক

মহানগর নিউজ।।
কুমিল্লার চৌদ্দগ্রামে ২৪ কেজি গাঁজাসহ মোঃ জহির (২৩) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

মঙ্গলবার (২৩ নভেম্বর) চৌদ্দগ্রাম উপজেলার সৈয়দপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত হলেন, কুমিল্লার চৌদ্দগ্রামের নোয়াপুর গ্রামের হারুনুর রশিদের ছেলে মোঃ জহির। প্রাথমিক অনুসন্ধান ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

এ বিষয়ে আটককৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে। কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

আরো দেখুন
error: Content is protected !!