১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লার চৌদ্দগ্রামে ৭৬ বোতল বিদেশী মদসহ আটক ১

কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রামে ৭৬ বোতল বিদেশী মদসহ ১ জনকে আটক করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামী হলেন, নেত্রকোণা জেলার দূর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের নগর সিংহা গ্রামের মমতাজ উদ্দিন খলিফার ছেলে মোঃ হৃদয় খলিফা (২৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা।

ওসি ত্রিনাথ বলেন, ২৪ জুন ভোর চারটায় গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারি যে, ভারতীয় সীমান্তবর্তী এলাকা হতে কয়েকজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য নিয়ে চৌদ্দগ্রাম থানার নাটাপাড়া এলাকা হতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দিকে সিএনজি অটোরিক্সায় করে মাদক নিয়ে আসছিলো।

পরে, নাটাপাড়া রাস্তার মাথায় পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা দ্রুত সিএনজি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এসময়, ১ জনকে ধরতে পারলেও বাকী ২ জন পালিয়ে যায়। এসময়, সিএনজি গাড়ির ভিতর হতে ০৬টি কাঁধ ব্যাগের থেকে ৭৬ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। এই বিষয়ে চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরো দেখুন
error: Content is protected !!