২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেন লাইনচ্যুতির ঘটনায় ৪ কিশোর কারাগারে

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেসের নয় বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় লাকসাম রেলওয়ে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

গতকাল সোমবার রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) রিটন চাকমা বাদী হয়ে লাকসাম রেলওয়ে থানায় মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্যাহ বাহার।

ওসি মুরাদ উল্যাহ বাহার জানান, রেললাইনের ফিশপ্লেট খুলে ফেলায় এই দুর্ঘটনা হয়ে থাকতে পারে এমন ধারণা থেকে বিশেষ ক্ষমতা আইনে রেলওয়ে এই মামলাটি করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার আনুমানিক বেলা ২টায় কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর তেজের বাজারে এলাকায় লাইনচ্যুত হয় জামালপুরগামী বিজয় এক্সপ্রেসের নয়টি বগি।

দুর্ঘটনার ১৫ ঘণ্টা চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ থাকে। একটি লাইন মেরামতের পর রেল চলাচল শুরু হলেও এখনো ট্রেনের বগিগুলোর উদ্ধার কাজ চলছে।

ঘটনার কারণ হিসেবে রেল কর্তৃপক্ষ প্রাথমিকভাবে জানায়, প্রচণ্ড উত্তাপের কারণে রেললাইন বেঁকে গিয়ে এ দুর্ঘটনা ঘটতে পারে। তবে বিষয়টির তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে বলে রোববার উদ্ধার অভিযানে এসে জানান চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সাইফুল ইসলাম।

এই ঘটনায় রেলওয়ে আলাদা তদন্ত কমিটির মাধ্যমে কারণ অনুসন্ধান করছে বলেও জানান তিনি।

আরো দেখুন
error: Content is protected !!