কুমিল্লার নাঙ্গলকোটে মসজিদে নামাজের প্রস্তুতিকালে মুসল্লির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার নাঙ্গলকোটে নামাজের প্রস্তুতিকালে আবুল খায়ের (৯০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) ভোরে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দৌলতপুর জামে মসজিদে এ ঘটনা ঘটে।
আবুল খায়ের পৌরসভার দৌলতপুর গ্রামের মৃত শমসের আলীর ছেলে। দৌলতপুর জামে মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ রবিউল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আবুল খায়ের এই মসজিদের নিয়মিত মুসল্লি ছিলেন। প্রতিদিন তাহাজ্জুদ নামাজ আদায় করে ফজরের নামাজ পড়তেন তিনি। আজ ফজরের নামাজের প্রস্তুতিকালে তার মৃত্যু হয়।
মৃতের ছেলে শাহ আলম বলেন, প্রতিদিনের মতো ফজরের আজান দেওয়ার আগে বাবা তাহাজ্জুদ নামাজ আদায়ে মসজিদে চলে যান। তাহাজ্জুদ শেষে ফজরের নামাজের প্রস্তুতিকালে তার মৃত্যু হয়।