৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় আগুনে পুড়ল ৫ দোকান

কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় আগুনে পাঁচ দোকান পুড়ে গেছে।

মঙ্গলবার (৭ মে) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার থানা গেটের বিপরীতে থাকা দোকানগুলোতে আগুন লাগে।

ব্রাহ্মণপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

আগুনে ফার্মেসিসহ শাহিন আলমের তিন দোকান, জহিরুলের একটি ও আবদুল জলিলের একটি দোকান পুড়ে যায়।

বুড়িচং উপজেলা ফায়ার সার্ভিস টিমের ফায়ার ফাইটার আবু তালিব জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের এক টিম ঘটনাস্থলে পৌঁছায়।

তাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

ইউএনও সোহেল রানা জানান, সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এক দোকান পুরোপুরি পুড়ে গেছে। অন্য দোকানিরা পণ্য সরিয়ে নিতে পেরেছে। আবেদন করলে ক্ষতিপূরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরো দেখুন
error: Content is protected !!