২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় ইফতারের জন্য তৈরি মুড়িতেও ভেজাল; দুই প্রতিষ্ঠানের জরিমানা

নিজস্ব প্রতিবেদক।।
আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে কুমিল্লার মুড়ি কারখানায় অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার ( ২৪ মার্চ) কুমিল্লার নগরীর বিসিক শিল্পনগরী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা শাখার সহকারী পরিচালক মোহাম্মদ আছাদুল ইসলাম।

তিনি জানান, সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। নিম্ন মানের অনুমোদনহীন লবণ ব্যবহার করে মুড়ি প্রস্তুত করায় মেসার্স বেঙ্গল ফুডকে ২০ হাজার টাকা জরিমানা হয় এবং ৫ বস্তা লবণ ধ্বংস করা হয়।

এছাড়াও মেশিনে ভাজা মুড়ি প্যাকেট করণের সময় “হাতে ভাজা মুড়ি” হিসেবে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্যাকেটজাত করায় মেসার্স তানভীর ফুড প্রোডাক্টসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা প্রতিনিয়ত তদারকি করে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 

আরো দেখুন
error: Content is protected !!