৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লা চৌদ্দগ্রামে র‌্যাবের অভিযানে গাঁজাসহ দুইজন আ’টক

নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় অভিযান চালিয়ে ১৩ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাতঘড়িয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, চৌদ্দগ্রামের নালঘর (দক্ষিণ পাড়া) গ্রামের মোঃ কাদের মিয়ার ছেলে মোঃ সাইফুল (২৬) এবং সদর দক্ষিণ উপজেলার গোয়ালগাঁও গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে মোঃ হাবিব (২১)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

আরো দেখুন
error: Content is protected !!