কুমিল্লা জেলার বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সুপার
কুমিল্লা জেলার বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সুপার, কুমিল্লা মহোদয় যে প্রত্যয় ব্যক্ত করেছেন
এরই ধারাবাহিকতার অংশ হিসেবে অফিসার ইনচার্জ এর তত্বাবধানে এসআই(নিরস্ত্র) বিনোদ দস্তিদার, এএসআই(নিরস্ত্র) আরিফ হোসাইন সঙ্গীয় ফোর্সসহ ২৪/০৪/২১ইং তারিখ রাত অনুমান ২১.২৫ ঘটিকার সময় বিশেষ অভিযান পরিচালনাকালে
বুড়িচং থানাধীন বুড়িচং বিজয়পাড়াস্থ মরিয়মের ব্রীজের দক্ষিন পাশে কুমিল্লা টু ব্রাক্ষনপাড়া সড়ক হতে ভরতীয় বিভিন্ন প্রকারের -৮৭,৮৩৬(সাতাশি হাজার আটশত ছয়ত্রিশ) পিস আঁতশ বাজি, মূল্য অনুমান-৮,০৮,০৬০/-(আট লক্ষ আট হাজার ষাট)টাকা’সহ আসামী ১) মোঃ সেলিম মিয়া (২৭), পিতা- মোঃ আবদু মিয়া, মাতা- মোসাঃ সালেহা বেগম, সাং- ব্রাক্ষনপাড়া, মিশন হাসপাতালের পিছনে, আলি মিয়া সওদাগরের বাড়ী, থানা- ব্রাক্ষনপাড়া, জেলা- কুমিল্লা, ২) মোঃ নাজমুল হাসান (২৬), পিতা- মোঃ বাবুল মিয়া, মাতা- মোসাঃ সুরাইয়া আক্তার, সাং- কল্পবাস, জাকিরের বাড়ী, থানা- ব্রাক্ষনপাড়া, জেলা- কুমিল্লাদ্বয়কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের দেয়া তথ্যমতে মামলার অপর আসামী ১) মোঃ মকবুল হোসেন প্রকাশ মোকুল (৩২), পিতা- মৃত আনোয়ার হোসেন, মাতা- হাছিনা বেগম, সাং- বালিনা, বাচ্চু মেম্বারের বাড়ী, দুলালপুর ইউ.পি, থানা- ব্রাক্ষনপাড়া, জেলা- কুমিল্লাকে ব্রাহ্মণপাড়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বুড়িচং থানার মামলা নং-৩৭, তারিখ-২৫/০৪/২০২১ খ্রিঃ, ধারা- ১৯৭৪ সালরে বশিষে ক্ষমতা আইনরে ২৫-বি রুজু করা হয়।