[gtranslate]
২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা নগরীতে প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

মহানগর প্রতিনিধি।।
কুমিল্লা নগরীতে প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮ টায় নগরীর টিক্কারচর কবরস্থানের পাশে এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মোঃ হৃদয়(১৮)। তিনি সংরাইশ এলাকার গোজুদ্দার বাড়ির নুর মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের মাধ্যমে জানা যায়, সুজানগর এলাকার সিরাজ মিয়ার ছেলে রাজিব মিয়ার(১৮) সাথে কয়েকদিন আগে হৃদয়ের কথা কাটাকাটি হয়।

এর জের ধরে সকালে হৃদয় কাজের উদ্দ্যেশ্যে ঘর থেকে বের হলে রাজিব তার পিছু নেয়। পরে টিক্কারচর কবরস্থানের দিকে আসলে রাজিব তার পেটে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যায় হৃদয়।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি আন্ওয়ারুল আজিম বলেন, আমরা শুনেছি রাজিব নামের এক যুবক তাকে ছুরিকাঘাত করেছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে। আমরা লাশ উদ্ধার করেছি।

আরো দেখুন
error: Content is protected !!