[gtranslate]
১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা নগরীর ধর্মসাগর পশ্চিম পাড়ে প্রাইভেটকারের ধাক্কায় রিকশা যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা নগরীর ধর্মসাগর পশ্চিম পাড়ে প্রাইভেটকারের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। নিহতের নাম রিপন মজুমদার (৪২)।

সোমবার বিকেল ৫ টায় কুমিল্লা নগরীর ধর্মসাগরের পশ্চিমপাড় সড়কে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার পরিদর্শক তদন্ত কমল কৃষ্ণ ধর।

পুলিশের ওই কর্মকর্তা জানান, নিহত রিপন একটি ডিশ লাইন কোম্পানীর অপারেটর হিসেবে কাজ করতেন। বিকেল ৫ টায় রিপন ব্যাটারি চালিত অটোরিকশা দিয়ে পুলিশ সুপার কার্যালয়মূখী যাচ্ছিলেন। একটি কোচিংয়ে তার সন্তান লেখাপড়া করে। কোচিংয়ে ছুটি শেষে সন্তানকে নিয়ে আসতে যাওয়ার পথে পেছন থেকে একটি প্রাইভেটকার সজোরে ধাক্কা দেয়।

এতে রিকশা থেকে ছিটকে পড়ে রিপন। মাথায় প্রচন্ড আঘাত পায়। প্রচুর রক্তক্ষরণে রিপনের মৃত্যু হয়। তিনি আরও জানান, প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। চালককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

আরো দেখুন
error: Content is protected !!