৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লা মহানগর কৃষক লীগের বিক্ষোভ ও সমাবেশ

নিজস্ব প্রতিনিধি।।
বিএনপি জামাত চক্রের দেশ বিরোধী ষড়যন্ত্র নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছে কুমিল্লা মহানগর কৃষক লীগ।

মঙ্গলবার দুপুরে কুমিল্লা মহানগর আওয়ামীলীগ কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন মহানগর কৃষকলীগের আহ্বায়ক খোরশেদ আলম।

এসময় আরো উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক কাজী সোহেল হায়দার, সদস্য আয়ুব আলী, আবদুস সালাম সেলিম, মশিউর রহমান মশু, মোঃ মামুনুর রশিদ, তপু দাস, শওকত আকবর, আবু হেলাল, আইয়ুব আলী, শাহানা হক, মহিলা কাউন্সিলর ফারহানা পারভীন বানুসহ অন্যান্য নেতাকর্মীরা।

আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগর ১নং ওয়ার্ড কৃষক লীগ আহবায়ক গোলাম মহিউদ্দিন, যুগ্ম আহবায়ক মমতাজ বেগম, ২নং ওয়ার্ড কৃষক লীগ যুগ্ম আহবায়ক জামিল হোসেন রাসেদ, ৬ নং ওয়ার্ড কৃষক লীগ যুগ্ম আহবায়ক মোঃ শাহাদাত, ৯নং ওয়ার্ড কৃষক লীগ আহবায়ক এমদাদুল হক আবুল, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান রিপন, সদস্য মোঃ শাহাব উদ্দিন, ১১ নং ওয়ার্ড কৃষক লীগ যুগ্ম আহবায়ক মনির হোসেন, যুগ্ম আহবায়ক মোতালেব হোসেন জুয়েল, যুগ্ম আহবায়ক তহিদুর রহমান তৌহিদ, ১৫ নং ওয়ার্ড কৃষক লীগ আহবায়ক নশু মিয়া, যুগ্ম আহবায়ক মোঃ রাসেল মিয়া, ১৬ নং ওয়ার্ড কৃষক লীগ আহবায়ক খায়রুল ইসলাম, ২০ নং ওয়ার্ড কৃষক লীগ আহবায়ক আলী নোয়াব, ২১ নং ওয়ার্ড কৃষক লীগ যুগ্ম আহবায়ক আব্দল জলিল, ২৩ নং ওয়ার্ড কৃষক লীগ আহবায়ক ফখরুল ইসলাম কনক, ২৪ নং ওয়ার্ড কৃষক লীগ আহবায়ক মোঃ জাকির হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ আরিফ হোসেন, ২৬ নং ওয়ার্ড কৃষক লীগ যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন, ২৭ নং ওয়ার্ড কৃষক লীগ আহবায়ক রঞ্জিত মজুমদার, যুগ্ম আহবায়ক ভিপি আবুল হোসেন ২২ নং ওয়ার্ড কৃষক লীগ নেতা জহিরুল ইসলাম চৌধুরী, আমির হোসেন সিদ্দিক, মোঃ মনির হোসেন, তোফায়েল আহমেদ, আবুল খায়ের, মোঃ আবু তাহের, ফরিদুল ইসলাম, হাজী আলী আকবর, জামাল হোসেন বাবুল, মোঃ হারুণ প্রমুখ।

মিছিল শেষে মহানগর আওয়ামীলীগ কার্যালয়ের শেখ ফজিলাতুন্নেছা ফ্লোরে আয়োজিত বর্ধিত সভায় সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে ভার্চুয়ালি বক্তব্য রাখেন কেন্দ্রিয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক হিজবুল বাহার রানা। অতিথিদের মধ্যে আরো বক্তব্য রাখে উত্তর জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম।

সভায় বক্তারা বলেন, সম্প্রতি বিএনপি জামাত চক্রের দেশ বিরোধী ষড়যন্ত্র নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে তাৎক্ষনিক ভাবে প্রতিবাদ জানানো হবে। এছাড়া কুমিল্লার প্রতিটি ওয়ার্ডে কৃষকলীগের কার্যক্রম জোরদার করতে নেতৃবৃন্দ সক্রিয় হবেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগকে জয়ী করতে কুমিল্লা মহানগর কৃষকলীগ সংগঠিত ভাবে সক্রিয় থাকবে।

আরো দেখুন
error: Content is protected !!