৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় মাদ্রাসা থেকে নিখোঁজের দুইদিন পর বিলে মিললো ছাত্রের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার হোমনায় মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়ার ২ দিন পর সজিব (১০) নামের এক ছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের আলীপুর গ্রামের বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মো. সজিব আলীপুর ক্বাদেরিয়া হাফেজিয়া মাদ্রাসার নুরানী বিভাগের ছাত্র ও আসাদপুর ইউনিয়নের ঘনিয়ারচর গ্রামের গোলাম মোস্তাফার ছেলে।

জানা যায়, গত শুক্রবার (১৩ অক্টোবর) মাদ্রাসার ছাত্রাবাসে রাতে খাবার খাওয়ার পর থেকে সজিবকে আর খোঁজে পাওয়া যাচ্ছিল না।

এই দুইদিন পর সোমবার মাদ্রাসার পার্শ্ববর্তী আলীপুর গ্রামের বিলের ভেসে উঠে সজিবের লাশ।

বিষয়টি নিশ্চিত করেন হোমনা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জয়নাল আবেদীন বলেন, সোমবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পরে ১০টার দিকে পুলিশ বিল থেকে ওই ছাত্রের লাশ উদ্ধার করে।

পরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার অধ্যক্ষ ইয়াসিন হোসাইনসহ দুইজনকে থানায় আনা হয়েছে। রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।

আরো দেখুন
error: Content is protected !!