কুমিল্লা লাকসামে ট্রেনে কাটা পড়ে যুবক নি’হত
নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার লাকসামে ট্রেনে কাটা পড়ে ১ জন নিহত হয়েছেন। সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে লাকসাম জংশনের কাছে এ ঘটনা ঘটে। পরে রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহতের বাড়ি লালমাই উপজেলার পেরুল গ্রামে। নিহত শান্ত (২৪) পেরুল গ্রামের আবুল মিয়ার ছেলে।
লাকসাম রেলওয়ে থানা পুলিশ ইনচার্জ জসীম উদ্দীন এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে লাকসাম জংশনের কাছাকাছি আসলে কাটা পড়ে নিহত হন শান্ত (২৪)। ট্রেনের নিচে কাটা পড়ে তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।
লাকসাম রেলওয়ে থানা পুলিশের ইনচার্জ জসীম উদ্দীন জানান, জংশনের কাছাকাছি ট্রেনে কাটা পড়ে ১ জন নিহত হয়।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।