৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লা লালমাইয়ে আগুনে পুড়ে দুই প্রতিবন্ধী ভাইয়ের মৃত্যু

ডেস্ক রিপোর্ট।।
কুমিল্লার লালমাইয়ে আগুনে পুড়ে মানসিক ও শারীরিক প্রতিবন্ধী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুর গ্রামের পূর্ব পাড়ায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- মৃত আমান মিয়ার ছেলে মানসিক প্রতিবন্ধী শাহজাহান (২৮) ও শারীরিক প্রতিবন্ধী সোহাগ (১৮)।

ঘটনাস্থল পরিদর্শন করে লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আইয়ুব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই জীবন রায় চৌধুরী বলেন, নিহত মানসিক প্রতিবন্ধী শাহজাহান নিজেই বসতঘরে আগুন ধরিয়ে দেয়। আগুন ধরিয়ে শারীরিক প্রতিবন্ধী ভাই সোহাগকে আগুনে ফেলে দিয়ে নিজেও আগুনে ঝাপ দেয়।

এ সময় তাদের চিৎকারে লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। ততক্ষণে বসতঘর ও দুই ভাই আগুনে ঝলসে গিয়ে ঘটনাস্থলে মৃত্যু মারা যান।

লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব বলেন, এ ঘটনা শুনে ঘটনা স্থলে যাই। নিহতদের মা অন্যের বাড়িতে কাজ করে এবং তাদের সৎ পিতা জয়নাল মিয়াৃ দিনমজুরের কাজ করেন।

ঘটনার সময় তারা কেউই বাড়িতে ছিলেন না। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।

আরো দেখুন
error: Content is protected !!