২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জুবায়ের জুবিলী’র কবিতা -” মানুষের রূপ”

মানুষের রূপ
=========
জুবায়ের জুবিলী

কেউ কেউ বলেন-
তুমি নাকি অনেক সরল,
অতি সাধারন সহজ মানুষ,
আবার কেউবা বলেন-
তোমাকে বুঝা বড় দায়,
কখনো মনে হয় অনেক অচেনা,
আবার কখনো ভীষন চেনা,
বুঝা যায়না কিছুই।

কেউ কেউ বলেন-
তুমি নাকি অনেক সুন্দর,
ঠিক যেন নায়কের মতো,
মানুষকে ভালোবাস,
দুঃসময়ে পাশে থাকো,
করো পরোপকার,
আবার কেউবা বলেন-
ওর থেকে দূরে থেকো,
যেন সাক্ষাৎ ভিলেন,
সুযোগ পেলেই দিয়ে দিবে বাঁশ।

কেউ কেউ বলেন-
তোমার চরিত্র ফুলের মতন,
সবুজ ঘাসে স্বচ্ছ কুয়াশার ফোঁটা-
যেন স্নিগ্ধ সকাল,
আবার কেউবা বলেন-
তুমি হচ্ছো কবি মানুষ,
তোমার চরিত্রেতে আছে দোষ!
তুমি একটা লুচ্চা শয়তান।

মানুষ কত কিযে বলে?
তুমি এসবের ধার ধারনাকো
যদি স্বার্থে পরে টান-
তুমি এই ভালো…এই খ্রাপ
চেনা মুস্কিল মানুষের রূপ,
প্রতিটা মানুষই স্বার্থপর-
জীবন থেকে শিখে নিও।

আরো দেখুন
error: Content is protected !!