ঢাকা, কুমিল্লা, সিলেটে উপনির্বাচন ১৪ জুলাই
অনলাইন ডেস্ক
তফসিল অনুযায়ী ঢাকা-১৪, কুমিল্লা-৫ ও সিলেট-৩ আসনের উপনির্বাচন হবে ১৪ জুলাই। ১৫ জুন মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। মনোনয়ন বাছাই হবে ১৭ জুন।
ঢাকা, কুমিল্লা ও সিলেটের তিনটি আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির বৈঠক শেষে বুধবার এসব তফসিল ঘোষণা করেন সচিব হুমায়ুন কবীর খোন্দকার।
তফসিল অনুযায়ী ঢাকা-১৪, কুমিল্লা-৫ ও সিলেট-৩ আসনের উপনির্বাচন হবে ১৪ জুলাই।
১৫ জুন মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। মনোনয়ন বাছাই হবে ১৭ জুন। ১৮, ১৯ ও ২০ জুন আপিলের দিন ঠিক করা হয়েছে। প্রার্থিতা বাতিলের শেষ দিন ২৩ জুন। প্রতীক বরাদ্দের তারিখ ২৪ জুন।
লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন ও স্থগিত ১১টি পৌরসভা এবং ৩৭১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে ২১ জুন।
এর আগে ১১ এপ্রিল এসব জায়গায় ভোট নেয়ার তারিখ ঠিক করা ছিল। তবে করোনা সংক্রমণ বাড়ায় গত ১ এপ্রিল থেকে সব ধরনের নির্বাচন স্থগিত করে কমিশন।