bn বাংলা
২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

তারাবি শেষে মসজিদেই মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকায় তারাবি নামাজ শেষে মসজিদেই মারা গেছেন গাজী শরাফত আলী (৫২) নামে এক ব্যক্তি।

সোমবার (৩ মে) রাত সাড়ে ১০টার দিকে থানার হামজারবাগ এলাকার বিবিরহাট তৈয়বিয়া জামে মসজিদে তার মৃত্যু হয়।

শরাফত আলী খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ডেনগোয়াছড়া গ্রামের বাসিন্দা জেদু মিয়ার ছেলে এবং তিনি মুরাদপুর এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে ওই এলাকার বাসিন্দা মো. আতিকুল্লাহ বলেন, ‘আমরা সবাই নামাজ শেষ করে বাসায় চলে যাচ্ছিলাম। এমন সময় মুয়াজ্জিন মাইকে ঘোষণা দেন, মসজিদে এক ব্যক্তি অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

আরো দেখুন
error: Content is protected !!