১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে অপহৃত কিশোরী কুমিল্লায় উদ্ধার

অনলাইন ডেস্ক
ফেনী থেকে অপহৃত এক কিশোরীকে কুমিল্লা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে র‌্যাব।

বুধবার রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম থানার দক্ষিণ আলকড়া থেকে তাকে আটক করা হয়।

আটক মো. মুশফিক আহম্মেদ সিফাত (১৮) চৌদ্দগ্রাম থানার পরিকোট এলাকার মোস্তফা কামালের ছেলে।

র‌্যাব ৭-এর ফেনী ফাঁড়ির কোম্পানি অধিনায়ক মো. মাহফুজুর রহমান জানান, সিফাত স্কুলে আসা-যাওয়ার সময় নানাভাবে উত্ত্যক্ত করত ওই কিশোরীকে। একপর্যায়ে প্রেমের প্রস্তাবও দেয়। স্কুলছাত্রী রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয় সিফাত।

গত মঙ্গলবার বিকালে বাসার সামনে একা পেয়ে স্কুলছাত্রীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ঘটনায় ছাত্রীর পরিবারের পক্ষ থেকে ফেনী সদর থানা ও ফেনী র‌্যাব ক্যাম্পে লিখিত অভিযোগ করা হয়।

তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব সিফাতের নানা মোশারফ হোসেনের বাড়ি থেকে ওই কিশোরীকে উদ্ধার করে। এ ঘটনায় সিফাতকেও আটক করা হয়েছে।

আরো দেখুন
error: Content is protected !!