bn বাংলা
২৫শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ফের করোনায় একদিনে শতকের বেশি মৃত্যু, আক্রান্ত ২৯২২

সৈয়দ বদরুদ্দোজা টিপু

দেশে করোনায় মৃত্যের সংখ্যা ১১ হাজার ছাড়ালো। গত ২৪ ঘণ্টায় মারা গেছে আরো ১০১ জন। দেশে করোনায় গত ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছে ২৯২২ জন। গতকাল ছিল ২৬৯৭ জন। সুস্থ হয়েছে ৪৩০১ জন। মৃত্যু ১০১ জন। মোট টেস্ট করা হয়েছে ২১৯২২ টি। এ পর্যন্ত মোট মৃত্যু ১১০৫৩ জন।

বিশ্ব পরিস্থিতি: বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। বর্তমানে বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৪ কোটি ৭০ লাখ ৪৮ হাজার ৩৫৯ জন। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩১ লাখ ১২ হাজার ৭৫২ জন। এর মধ্যে সুস্থ হয়েছে ১২ কোটি ৪৬ লাখ ৯৭ হাজার ৩৮১ জন। গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ১৩ হাজার ৩৯০ জন এবং নতুন করে ৮ লাখ ২১ হাজার ৬৭৪ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।

আরো দেখুন
error: Content is protected !!